ডেস্ক নিউজ: দেখে ঝুলন্ত সেতুর মতো মনে হলেও আসলে তা নয়! বন্যায় রেললাইনের নিচের মাটি সরে গিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে। বুধবার লালমনিরহাট-বুড়িমারী রেলপথের হাতীবান্ধা স্টেশনের কাছে এ দৃশ্য দেখা যায়।
লালমনিরহাটের পাঁচ উপজেলা থেকেই ধীরে ধীরে কমতে শুরু করছে বন্যার পানি। সেই সাথে ভেসে উঠছে বন্যায় ক্ষয়ক্ষতির ভয়াল চিত্র। বাড়িঘর থেকে পানি সরে গেলেও রাস্তাঘাটের বেহাল দশায় বেড়েই চলেছে ভোগান্তি। তবুও আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। তবে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও মানুষের ভোগান্তির যেন শেষ নেই! আবারও বন্যায় আশঙ্কায় দিন কাটাচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দারা ।
নির্বাহী সম্পাদক