ডেস্ক নিউজ: চট্টগ্রামে ইয়াবাসহ বরখাস্ত হওয়া পুলিশের সাবেক উপ-সহকারী পরিদর্শককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বহদ্দারহাট বাইয়্যার পাড়া এলাকা থেকে বরখাস্তকৃত পুলিশ সদস্য রিদুয়ানুল হককে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ১০০০ পিস ইয়াবাসহ রিদুয়ানুলকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার সাথে থাকা আরও দুই সহযোগীকেও পুলিশ গ্রেপ্তার করে।”
এর আগে ২০১৬ সালে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রিদুয়ানুল।
বাকলিয়া থানায় এএসআই পদে কর্মরত থাকাকালীন অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছিল।
পরে জামিনে ছাড়া পেয়ে আবার ইয়াবা কারবারে জড়িয়েছেন বলে জানান সিএমপির গোয়েন্দা কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক