Home » কেমন আছে থাই গুহা থেকে উদ্ধার হওয়া কিশোর ফুটবলাররা

কেমন আছে থাই গুহা থেকে উদ্ধার হওয়া কিশোর ফুটবলাররা

নিউজ ডেস্ক: উত্তর থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর তাদের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় প্রথমবারের মতো দেখা মিললো । হাসপাতাল থেকে এই প্রথম কিশোর ফুটবলারদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে’
ভিডিওতে দেখা যায়, গুহা থেকে উদ্ধার পাওয়া কিশোর ফুটবলাররা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে পাশাপাশি বিছানায় বসে বা শুয়ে আছে। তাদের পরনে হাসপাতালের গাউন এবং মুখে মাস্ক দেখা যায়। কিশোর ফুটবলারদের অন্তত একজন ক্যামেরা দেখে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়েছে। তবে গুহার ভেতরে দীর্ঘদিন থাকা এবং বিপদজনক উদ্ধার অভিযানের ধকল সামলাতে তাদের কিছুটা সময় প্রয়োজন’
কর্তৃপক্ষ বলেছে, তাদের কিছুদিন হাসপাতালে থাকতে হবে।’
এর আগে থাই গুয়াহ আটকে পরা ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে তিনদিনের জটিল অভিযানের প্রথমদিনে ৮ জুলাই চারজনকে উদ্ধার করা সম্ভব হয় । এর পরদিন ৯ জুলাই উদ্ধার হয় চারজন। সবশেষে ১০ জুলাই মঙ্গলবার বাকি চারজন কিশোর এবং তাদের কোচকে উদ্ধার করা হয়।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *