Home » স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

নিউজ ডেস্ক:  

সাতকানিয়ায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন হয়েছে। তার নাম মো. রিদোয়ানুল হক (৬০)। ৯ জুলাই রাত ১১টার দিকে সাতকানিয়ার চরতী ইউনিয়নের দক্ষিণ তুলাতুলি নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের
স্ত্রীসহ ৩ জনকে আটক করে। রিদোয়ানুল হক ওই এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে খুন করার কথা স্বীকার করেন নিহতের স্ত্রী পারভীন আক্তার।

জানা যায়, দীর্ঘদিন ধরে রিদোয়ান ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলে আসছে। ঝগড়ার এক পর্যায়ে রিদোয়ান প্রায় সময় তার স্ত্রী পারভীন আক্তারকে নির্যাতন করত। এতে অতিষ্ঠ হয়ে গত সোমবার রাতে পারভিন
আক্তার (৪৫) ধারালো ছুরি দিয়ে তার স্বামীকে শরীরের পেটের নীচের অংশে ছুরিকাঘাত করে। এরপর অতিরিক্ত রক্ত ক্ষরনে বাড়িতেই রিদোয়ানের মৃত্যু হয়। স্বামীকে খুন করার বিষয়টি গোপন রাখে পারভীন। পরে স্থানীয়দের সন্দেহ হলে
নিহতের শরীর দেখে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে নিশ্চিত হলে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম বলেন, লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ রিদোয়ানুল হক নিহত হয়েছেন।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে পারভীন তার স্বামী রিদোয়ানুল হককে ছুরিকাঘাত করে মেরেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। পরে তার দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত  ছুরিটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *