Home » নিপুণ, ফারিয়া, অপু বিশ্বাসদের নামে মামলা এখনও হয়নি

নিপুণ, ফারিয়া, অপু বিশ্বাসদের নামে মামলা এখনও হয়নি

বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় চিত্রনায়িকা নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক।

এরইমধ্যে অবশ্য কিছু সংবাদমাধ্যম এই অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক বললেন, ‘নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। তবে যেহেতু আমরা আদালতের নির্দেশনা পেয়েছি, তাই মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু আসামি তালিকা অনেক লম্বা হওয়ায় মামলা হতে একটু সময় লাগছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করেছেন এনামুল হক নামের একজন।

ভাটারা থানার ওসি (তদন্ত) জানান, আজ বিকেল কিংবা আগামীকালের মধ্যে আইনী প্রক্রিয়ায় মামলাটি চূড়ান্ত হবে।

নৃত্য দিবসে ‘মায়া বেঙ্গল ইন মোশন’নৃত্য দিবসে ‘মায়া বেঙ্গল ইন মোশন’
প্রক্রিয়াধীন এ মামলায় আসামি করা হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *