Home » সিলেট থেকে ইউরোপে গেল প্রথম কার্গো ফ্লাইট

সিলেট থেকে ইউরোপে গেল প্রথম কার্গো ফ্লাইট

প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেলো কার্গো ফ্লাইট। রাত সোয়া ৮টায় ফ্লাইটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে যোগ হলো নতুন মাত্রা।

৫৮ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে কার্গো বিমান রওনা হয়। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা সেখ বশিরউদ্দীন এর উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এরপর রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিকল্প রুট তৈরির উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *