খুব প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভারত ও পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা আরও জানান, ঢাকা শান্তি চায় তবে আগ বাড়িয়ে কোনো মধ্যস্থতায় যাবে না।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বর্তমানে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ শান্তি চায়। এ অঞ্চলে কোন সংঘাত চায় না ঢাকা তবে আগ বাড়িয়ে বাংলাদেশ কোনো মধ্যস্ততা করবে না। চলমান পরিস্থিতি ভারত-পাকিস্তান আলোচনার মাধ্যমে সমাধান করবে এটাই বাংলাদেশের প্রত্যাশা।’
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এই মুহূর্তে খুব প্রয়োজন না হলে ভারত-পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলাই ভালো।’
ভারতের গুজরাটে ১ হাজার বাংলাদেশিকে আটক করার বিষয়ে তিনি বলেন, ‘অভিযানের বিষয়টি গণমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। সেখানে আটকরা বাংলাদেশি এমন কোনো তথ্য অফিসিয়াল জানি না।’
ভারত–পাকিস্তান সংঘাতে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সংঘাত সরাসরি বাংলাদেশকে প্রভাবিত করবে না। কারণ এতে আমরা তো কারো পক্ষ নই। তবে আধুনিক জামানায় কিছু না কিছু তো প্রভাব পড়েই।’
তৌহিদ হোসেন বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তো যে কোনো ধরনের সংঘাতই প্রভাব ফেলে। পাকিস্তানের সাথে তো আমরা কোনো সংঘাতে লিপ্ত নই। সুতরাং নিজেদের স্বার্থে আমরা পাকিস্তান থেকে তুলা আমদানি করবো। ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমরা এর বিকল্প নিয়ে কাজ করছি। ইতোমধ্যেই সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতির কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবেই পদক্ষেপ নিতে হবে।’