সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শুটার আব্দুল হান্নাকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার সময় মেজরটিলার ফালগুনী এলাকাস্হ তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হান্নান আব্দুল কাদিরের ছেলে। হান্নান টিলাগড় কেন্দ্রিক রঞ্জিত গ্রুপের শুটার হিসেবে পরিচিত।
পুলিশ সুত্রে জানা যায়, হান্নানের বিরুদ্ধে জুলাই আগষ্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে শনিবার তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
হান্নানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি তদন্ত রাসুল সামদানি আজাদ। তিনি বলেন, হান্নানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।