Home » গোয়াইনঘাটে সেনা অভিযানে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাটে সেনা অভিযানে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের পৃথক দুইটি অভিযানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা পণ্য জব্দ করা হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

হরিপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল টিম গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর এলাকায় স্পটে গিয়ে ২জন ব্যক্তিসহ মিনি ট্রাক ও একটি গোডাউন থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে।

আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমেদ।

এদিকে পৃথক আরেক অভিযানে রাত ১০ টার দিকে ২৭ বীর ইউনিটের টহলটিম গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের ১টি গোডাউন থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সাইন ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, ৫ কার্টন জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা বলে জানা যায়।

এদিকে পৃথক দুটি অভিযানে আটক দুইজন সহ জব্দকৃত আলামত সমূহ শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *