Home » এবার পাকিস্তানে বন্ধ বাণিজ্য, উড়তে দেবে না ভারতীয় বিমান

এবার পাকিস্তানে বন্ধ বাণিজ্য, উড়তে দেবে না ভারতীয় বিমান

পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে প্রায় সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। সেই ‘আঘাতের’ ২৪ ঘণ্টাও কাটেনি। তার আগেই আসরে পাকিস্তান।

বৃহস্পতিবার বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখান থেকেই ভারতের বিরুদ্ধে হুঙ্কার তুললেন তিনি। তাদের বিরুদ্ধে নয়াদিল্লির নেওয়া সিদ্ধান্তগুলিকে রাজনৈতিক ভাবে অনুপ্রাণীত বলে কটাক্ষ করে, ভারতের সঙ্গে একাধিক চুক্তিতে স্থগিতাদেশ বসালেন তিনি।

বৈঠকে কী কী সিদ্ধান্ত নিয়েছে পাক-প্রশাসন?

ভারতের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের ঘোষণাকে নস্যাৎ করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। তাদের দাবি, ভারত নাকি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। যেহেতু এই চুক্তি বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় হওয়া একটি বাধ্যতামূলক চুক্তি। সেই ভিত্তিতে এটিকে এক তরফা ভাবে, কেউ স্থগিত করতে পারে না।

এই বৈঠকে ভারতের পাল্টা পাকিস্তানও ওয়াঘা সীমানা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে। তারা জানায়, আগামী ৩০ এপ্রিলের পাকিস্তানে আসা ভারতীয়দের আবার দেশে ফিরে যেতে হবে।

এমনকি, ভারতীয়দের ভিসা দেওয়াতেও স্থগিতাদেশ চাপিয়েছে পাকিস্তান। গতকাল এই একই পথে পাকিস্তানিদের ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধের ঘোষণা করেছিল ভারতও।

এছাড়াও পাকিস্তানের আকাশপথে উড়তে পারবে না ভারতীয় বিমান। পাশাপাশি, পাকিস্তানে থাকা সকল রাষ্ট্রদূত, ভারতীয় সেনা আধিকারিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাক-প্রশাসন। অবশ্য, এই নির্দেশনার অনেক আগেই সেই রাষ্ট্রদূতদের ‘বাড়ি ফিরে আসার’ কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি। সাময়িক ভাবে স্থগিতাদেশ চাপানো হয়েছে দুই দেশের বাণিজ্যেও।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *