শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে শিক্ষার্থীদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত ভর্তি ফি ‘মাত্রাতিরিক্ত’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা সমালোচনা করেছেন এবং এ ফি কমানোর দাবি জানিয়েছেন তারা। গুচ্ছ থেকে আলাদা হওয়ার পরও ১৭ হাজার টাকা ভর্তি ফি নেওয়ার কারণ জানতে চাইলে এ প্রতিবেদককে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক বলেন, এ বিষয়ে আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। ভর্তি ফি ১৭ হাজার টাকা হয়েছে এটা আমার সিদ্ধান্ত নয়, এটা প্রশাসনের সাথে আলাপ করে নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সাথে নিয়ে আসতে হবে। ভর্তির জন্য ফি বাবদ ১৭ হাজার টাকা সাথে নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীর ব্লাড-গ্রুপের যথাপোযুক্ত প্রমাণপত্র সাথে নিয়ে আসতে হবে। সাবজেক্ট নির্বাচন এর ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডাকা হবে।
বিজ্ঞপ্তিটি ভাইরাল হওয়ার পর নির্ধারিত ভর্তি ফি’কে ‘মাত্রাতিরিক্ত ও শিক্ষার্থীদের সাধ্যের বাহিরে’ উল্লেখ করে কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
ভর্তি ফি এর বিষয়ে জানতে চাইলে শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র থাকা ও ভর্তি সংক্রান্ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে এ ফি নির্ধারণ করা হয়েছে। এটি প্রশাসনের সাথে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম সাংবাদিকদের বলেন, চলতি বছরে একক ভর্তি পরীক্ষা নিলেও শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নিয়েছি। ফলে ভর্তি পরীক্ষায় আমাদের আগের তুলনায় বেশি ব্যয় হয়েছে।
ভর্তি ফি কমানোর ব্যাপারে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা ইতিবাচক। যদি কোনো খাত থেকে ফি কমানো সম্ভব হয়, সেটির সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। তবে ভর্তি পরীক্ষা সম্পন্নের পর এই সিদ্ধান্ত এলে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের পরবর্তী একাডেমিক কার্যক্রমে সমন্বয় করা হবে।