শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
সিসিক নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েও নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন ৬জন প্রার্থী। ফলে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৬ জন প্রার্থীর লড়াই হবে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বহাল রেখেছেন।
এদিকে রোববার ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার (আজ) আরোও ৪জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন সাধারণ কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ডের মো. সিরাজ খান, ২৫ নং ওয়ার্ডের আফজাল উদ্দিন, ১৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০নং ওয়ার্ডের মিটু তালুকদার রয়েছেন।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান এমন তথ্য জানিয়েছেন। আলীমুজ্জামান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষে নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছেন ৭ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে অংশ নিতে ১২৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী রয়েছেন।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১৯৬ প্রার্থীই এবার সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।