Home » ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজা নিয়ে নতুন পরিকল্পনা

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজা নিয়ে নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক: গাজায় চলছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। এরই মধ্যে হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত এসেছে।স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে পৌঁছান ইসরায়েলের প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যম সিএনএন ও বিবিসি এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন।

এসময় হোয়াইট হাউজের গেটে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করেন। হাতে পতাকা, মুখে স্লোগান-গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার ছিলেন তারা।বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করে জানান, আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন।

তিনি আরও জানান, গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে তারা সমর্থন জানান।নেতানিয়াহু জানান, গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে। তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি।ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে।’যদিও গাজার বর্তমান বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। উপত্যকাটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটা নেতানিয়াহুর দ্বিতীয় সফর। এর আগে গত ফেব্রুয়ারিতেও তিনি ওয়াশিংটনে যান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *