Home » চীনের পাল্টা শুল্কে মার্কিন শেয়ার বাজারে ধস

চীনের পাল্টা শুল্কে মার্কিন শেয়ার বাজারে ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে আমেরিকার ওপর পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। শুল্ক আরোপের এই ঘোষণার জেরে মার্কিন শেয়ার বাজারে ধস দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৫ দশমিক ৯৭ শতাংশ। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৫ দশমিক ৫ শতাংশ পড়ে যায়। আর নাসডাক কম্পোজিটের শেয়ার ৫ দশমিক ৮২ শতাংশ পড়ে গেছে।

এদিকে আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর এশিয়ার দেশগুলোর শেয়ার বাজারেও ধস দেখা দিয়েছে। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে।

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের পালাটা শুল্ক চাপানোর ঘোষণায় মুদ্রাস্ফীতির সম্ভাবনা দেখছে ওয়াল স্ট্রিট। এর জেরে মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক দেখা দিয়েছে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার থেকে শুরু করে অপরিশোধিত তেলের দরে ধাক্কা লেগেছে শুক্রবার। এর মধ্যে চীনের পাল্টা শুল্ক আরোপ শেয়ার বাজারে আরও প্রভাব ফেলতে শুরু করেছে।

গত মঙ্গলবার চীনা পণ্যে আমেরিকা আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন ট্রাম্প। আগে থেকে দেশটির পণ্যে ২০ শতাংশ শুল্ক থাকায় মোট শুল্কের পরিমাণ ৫৪ শতাংশে পৌঁছায়।

এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় আমেরিকার ওপর নতুন শুল্ক কার্যকরের ঘোষণা দেয়। সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে বেইজিং। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১০ এপ্রিল থেকে। এর আগে ট্রাম্পের শুল্ক বাড়ানোর জেরে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল দেশটি। এবার নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হলো।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *