বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বিমসটেক-এর ষষ্ঠ সামিটে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে সাংগ্রিলা ব্যাংকক হোটেলে অন্যান্য সদস্য রাষ্ট্র প্রধানদের সঙ্গে যোগ দেন। এদিন বিমসটেকে চেয়ারম্যানের দায়িত্ব পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এই দায়িত্ব নিবেন।
এদিন সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের কথা আলোচনায় আছে।
সম্মেলনে শেষে রাতে দেশে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা ।