Home » দীর্ঘ বিতর্কের পর ভারতে পাস হলো ওয়াকফ বিল

দীর্ঘ বিতর্কের পর ভারতে পাস হলো ওয়াকফ বিল

ভারতের লোকসভায় পাস হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। ১২ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর পাস হয় বিলটি। এর পক্ষে ভোট পড়ে ২৮৮টি। আর বিপক্ষে ভোট দেয় ২৩২ জন সদস্য। আজ বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হবে ওয়াকফ বিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার মুসলিম ও বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করে বিজেপি সরকার। শরিকদের সমর্থন নিশ্চিত করেই পেশ করা হয় সংশোধনী বিল। তবে বিলবিরোধী অবস্থান নেয় বিরোধী শিবির। তাদের দাবি এই বিল সংবিধানের পরিপন্থী।

ভারতে রেল ও সেনাবাহিনীর পরই সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফের আওতায়। নতুন ওয়াকফ আইনে সেই সম্পত্তির ওপরে সরকার এবার সরাসরি হস্তক্ষেপ করতে পারবে বলে মনে করছেন মুসলিমরা। পাশাপাশি, বিরোধীর বক্তব্য ছিল ওয়াকফ বিল সরাসরি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ।

লোকসভায় বিল পেশ করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানান, দেশের ওয়াকফ সম্পত্তির সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে। এই সম্পত্তি সঠিকভাবে পরিচালিত হলে শুধু মুসলিমদের জীবনই নয়, দেশও বদলে যাবে বলে দাবি তাঁর ।

মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। ভারতে সর্বোচ্চ ১০ লাখ একর ওয়াকফ ভূমি রয়েছে। এ ভূমি পরিচালনায় প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *