Home » হঠাৎ বাংলাদেশের ওপর এত শুল্ক আরোপ কেন ট্রাম্পের

হঠাৎ বাংলাদেশের ওপর এত শুল্ক আরোপ কেন ট্রাম্পের

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এ দিনটিকে আমেরিকার ‘স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়, পাল্টা শুল্ক নীতির প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি হলো উচ্চতর শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করা। বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের প্রতিশোধমূলক কৌশল।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত হারে শুল্ক আরোপ করা হবে।

তবে ট্রাম্প পুরোপুরি তার সিদ্ধান্তে অটল থাকেননি। এ প্রসঙ্গে ঘোষণায় ট্রাম্প বলেন, ‘আমি তা করতে পারতাম; কিন্তু তাতে অনেক দেশ কঠিন পরিস্থিতির মুখে পড়বে।’

আমেরিকা কী হিসাবে দেশগুলোর ওপর শুল্ক আরোপ করেছে তা এখনও জানা যায়নি। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ আর পাকিস্তানের পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে ৩৪ শতাংশ।

এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ আরোপ করা হয়েছে।

অন্যান্য যেসব দেশের পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *