Home » জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই ও জামালপুর গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জাযগা নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রাজ উদ্দিন ও একই গ্রামের স্থানীয় বাসিন্দা লেবু মিয়া মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। লেবু মিয়া সরকারি জায়গা দখল থাকলেও প্রবাসি রাজউদ্দিন মিয়া ওই জায়গা গোপনে লিজ আনেন। এ বিষয়ে নিয়ে দুই পক্ষে মধ্যে বিরোধ চলে আসছে। ওইসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিচার শালিশ করা হয়।

মঙ্গলবার ( ১ এপ্রিল) সকাল দশটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংর্ঘষে দুই পক্ষের ২০ আহত হয়েছেন। এদের মধ্যে সাইফুল রহমান ইমানী (২৫) বাবুল মিয়া (৪২) আংগুর মিয়া (৬৫) আব্দুল আহাদ (৫৫) তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয, আহতরা হলেন ওয়াহিদ মিয়া (৫০) মকন মিয়া (৬০) চানু মিয়া (৬০) আব্দুল আহাদ (৫৫) আশ্বাদ মিযা (৪৫) নানু মিয়া(৫০) সাইফুল রহমান ইমান (২৫) বাবুল (৪২) আংগুড় মিযা (৬৫) জুবায়ের (১৭) মছব্বির (৬২) হোসাইন মিয়া (৪৫) দিলোযার (৪৫) উজন মিয়া (৩০) আল আমিন (৩০) কাউছার মিয়া(২৬) উজ্জ্বল মিয়া(৩০) মান মিয়া(৬৯) ইসান মিয়া (২২) কুতুব মিয়া (৬৫)।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সরকারি জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখন ও মামলা হয়নি।

শেয়ার করুন শেয়ার

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *