Home » ঈদ শুভেচ্ছা জামালদের, হামজার প্রার্থনায় ফিলিস্তিনও

ঈদ শুভেচ্ছা জামালদের, হামজার প্রার্থনায় ফিলিস্তিনও

‘আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। শীঘ্রই দেখা হবে, ইনশাআল্লাহ’— বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এভাবেই গতকাল সোমবার ঈদ শুভেচ্ছা জানিয়েছিলেন হামজা চৌধুরী।

এরপর মধ্যরাতে ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজেও সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে কয়েকটি ছবি শেয়ার করেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এ মিডফিল্ডার। ছবিতে খোশ মেজাজেই দেখা গেছে হামজাকে। তবে ঈদ উযাপনের মাঝেও ফিলিস্তিনিদের কথা মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের তারকা এ ফুটবলার।

হামজা ফেসবুক পেজে ৩টি ছবি শেয়ার করেন। যার একটাতে হাসি মুখে বসে আছেন তিনি। কালো পাঞ্জাবি পরিহিত হামজার হাতে বাঁ হাতের কবজির কাছে একটি ব্যান্ড (ব্রেসলেট) দেখা যায়। দ্বিতীয় ছবিটা ঈদের নামাজের সময়কার। আর তৃতীয় ছবিতে সেই ব্যান্ডের ছবিটা আলাদা করে জুড়ে দিয়েছেন হামজা।

সেই ব্যান্ডের ছবিতে দেখা যায়, কালো ফিতার সেই ব্যান্ডে ফিলিস্তিনের পতাকা আটকানো। ঈদের এই খুশির দিনে হামজার এই ব্যান্ড যে ‘যুদ্ধবিধ্বস্ত’ ফিলিস্তিনের মানুষদের শান্তি কামনায়, সেটা বোধহয় না বললেও চলে।

প্রায় দেড় বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে নারী-শিশুসহ এ পর্যন্ত ৬১ হাজার ৭০০-র বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া। মাঝে দুই মাস যুদ্ধ বিরতি চুক্তি হলেও গত ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এমনকি ঈদের দিন ও ঈদের পরদিনও ইসরায়েলের নির্বিচার হামলায় ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিযেছৈ তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

গতকাল হামজার পাশাপাশি বাফুফের ফেসবুক পেজের ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা ছিল জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ারও। শুভেচ্ছা বার্তায় জামাল বলেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

উল্লেখ্য, গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল হামজার। সে ম্যাচটাতে ড্র করে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশ পরের ম্যাচটা খেলবে আগামী ১০ জুন। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচটা হবে ঢাকায়। সবকিছু ঠিকঠাক থাকলে ওই ম্যাচে দেশের মাটিতে প্রথমবার খেলতে নামবেন হামজা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *