Home » গোয়াইনঘাটে ঈদের দিনে ২ গ্রামের সংঘর্ষে আহত প্রায় ২৮

গোয়াইনঘাটে ঈদের দিনে ২ গ্রামের সংঘর্ষে আহত প্রায় ২৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলার মাঠকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ২৮ জন আহত হয়েছেন।

সোমবার ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টার দিকে উপজেলার লামার দমদমিয়া গ্রামের দুর্গামারা বিলের পাড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিতরগুল ও লামা দমদমিয়া গ্রামের লোকজনের মধ্যে দূর্গামারা বিলের পাড়ের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল।

বিরোধটি নিষ্পত্তির লক্ষ্যে এ বিষয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু বিষয়টির কোনও সমাধান হয়নি। পরবর্তী সালিশ বৈঠকের তারিখ হয়েছিল ঈদুল ফিতরের পরের দিন।

এরই মধ্যে সোমবার ঈদের নামাজ শেষে বেলা ১১টার দিকে দমদমিয়া গ্রামের লোকজনের আয়োজনে বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে দুর্গামারা বিলের পাড়ে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল।

দমদমিয়া গ্রামের লোকজন ফুটবল খেলছে দেখে ভিতরগুল গ্রামের একদল যুবক একই মাঠে খেলতে যান। এ সময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিবাদে জড়ান।

বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।

স্থানীয় আরো কয়েকজন বলেন এখানে শুধু দুই গ্রামের সংঘর্ষ হয় নাই এখানে ছড়ার পার গ্রামের এক দল লাঠিয়াল বাহিনী ছিল তাদের কারণে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে তারা দমদমিয়ার পক্ষ নিয়ে ভিতরগুল গ্রামের যুবকদেরকে লাঠি ইট পাটকেল ছুড়ে মারেন এতেন আহত হয়েছেন বেশ কয়েকজন।

পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে গোয়াইনঘাট থাবার এ এসআই তানভীর সঙ্গে ফোর্স নিয়ে প্রদর্শন করআেন তাদেরকে ধৈর্য ধরার আশ্বাস দেন এ ব্যাপারে পুলিশ মোতায়ন করা হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *