সিলেটে রক্ষণাবেক্ষণে জন্য ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড। তবে সিলেট নগরীর বাসিন্দাদের গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন কিংবা আতংকিত না হওয়ার অনুরোধ জানিয়েছে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।
এর আগে জানানো হয়, আসন্ন ঈদ-উল ফিতরের ছুটিকালীন শেভরন বাংলাদেশ লিমিটেড পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড এর রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে।
এ ধরণের সংবাদে উদ্বিগ্ন হয়ে পড়েন সিলেট নগরীর জালালাবাদ গ্যাসের গ্রাহকরা। অনেকে বিভ্রান্তিতে পড়ে জ্বালানির বিকল্প ব্যবস্থায় উদ্বিগ্ন হন। দীর্ঘসময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে অনেকে আতংকিত হয়ে পড়েন।
তবে সিলেট নগরবাসীকে সুখবর দিয়েছেন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তারা জানায়, সিলেট নগরীতে জালালাবাদ গ্যাসের গ্রাহকদের আতংকিত হওয়ার কোন কারণ নেই। সিলেট নগরীতে এ ধরণের কোন প্রভাব পড়বে না।
শুধুমাত্র নবীগঞ্জ এলাকায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।