সিলেটের বিভিন্ন স্থানে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে চলছে বৃষ্টি। বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে।
তবে মাঝখানে দুঘন্টার জন্য বৃষ্টিপাত বন্ধ ছিল। আবার সকাল নয়টা থেকে শুরু হয় বৃষ্টি।
আজকের এই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন নগরবাসীরা। ঈদের ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম ছিল। যানবাহনও কম ছিল। তবে সঙ্গে ছাতা না থাকায় কয়েকজনকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।
ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। গুড়ি গুড়ি বৃষ্টিতে আকাশ মেঘলা রয়েছে।