Home » হরিপুরের ‘বুঙ্গার’ বাজার উচ্ছেদ করলো সেনাবাহিনী

হরিপুরের ‘বুঙ্গার’ বাজার উচ্ছেদ করলো সেনাবাহিনী

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর। এই বাজার ‘বুঙ্গার বাজার’ হিসেবে খ্যাত। মুলত সিলেটের সকল সীমান্ত এলাকার চোরাচালান হরিপুরকেন্দ্রিক নিয়ন্ত্রিত। নানা সময়ে আইনশৃঙ্খলা বাহিনী চোরাকারবারিদের পাকড়াও করতে গেলে পাল্টা হামলার শিকার হতে হয়েছে। পুলিশ, বিজিবি চোরাচালান বন্ধের অভিযানে সফল না হওয়ায় সেনাবাহিনী অভিযানে নামে। তবে সেনাসদস্যদের সঙ্গেও ঘটে অপ্রতিকর ঘটনা। কিন্তু অবশেষে হরিপুরের সেই ‘বুঙ্গার বাজার’ উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।

অবৈধভাবে বসানো পশুর হাঁট গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে উঠা এই বাজারে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু এই হাঁটে তুলা হতো। গত ২৬ মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে ফিরে যাওয়ার সময় চোরাকারবারিদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন।

জৈন্তাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০ টায় হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে উঠা মহিষের হাঁট উচ্ছেদে যায় যৌথ বাহিনী। অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা মহিষের বাজারের শেডঘর ও পাকা একটি ভবন দুইটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‍্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশ নেয়।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *