‘প্রিয়তমা’কে নিয়ে ‘তফানে’ তছনছ হবার পর দুঃখ পেয়ে হয়েছেন ‘বরবাদ’। এরপর ফিনিক্স পাখির মতো আবার পুনর্জন্ম নিয়ে হয়েছেন ‘নাম্বার-১ শাকিব খান’।
পুরো ক্যারিয়ার জুড়ে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। কিছু হয়েছে হিট, আবার কিছু হয়েছে ফ্লপ। তবে, অভিনয় নিয়ে হাল ছাড়েননি কখনোও। একটা সময় বাংলা সিনেমা মানেই চিরচেনা সেট, পুরনো ডায়লগ, সাথে প্রচুর আবেগ। কিন্তু জরাজীর্ণ সেই গল্পধারা থেকে বের হয়ে করতে চেয়েছেন ভিন্ন কিছু। বাংলাদেশের সিনেমাকে বিশ্ব দরবারে নেয়ার জন্য বদ্ধপরিকর। আর সেই লক্ষে ভিন্ন ধারার সিনেমা করে দিয়ে যাচ্ছেন একের পর এক হিট।
এবারের ঈদেও মুক্তি পেতে চলেছে শাকিবের দুটি সিনেমা। ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ মুক্তি চূড়ান্ত তা আগে থেকেই জানা ছিল। কিন্তু হঠাৎ করে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে, শাকিবের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিশিয়াল পেজ থেকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। পোস্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন মেগাস্টার শাকিব’। পোস্টে আরও লিখা, ‘মাই শাহরুখ খান’।অন্যদিকে, শাকিবকে নিয়ে পোস্ট করেছেন আরেক অভিনেত্রী বুবলি। নিজের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান!

প্রতিনিধি