Home » শনিবার ঈদের চাঁদ অনুসন্ধান করবে সৌদি আরব

শনিবার ঈদের চাঁদ অনুসন্ধান করবে সৌদি আরব

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর আগমনের ক্ষণগণনা শুরু হয়েছে। আগামীকাল শনিবার (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এই দিনটি ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন। খবর গালফ নিউজের।

শনিবার সন্ধ্যায় যদি দেখা মেলে সেই প্রতীক্ষিত চাঁদের, তবেই শেষ হবে এক মাসের সংযমের পালা, শুরু হবে উৎসবের আমেজ। আর যদি চাঁদ দেখা না যায়, তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন সৌদি আরবের মুসলমানরা।

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। আরবি মাসগুলো মূলত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

সৌদি সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে তা জানানোর জন্য।

এ বছর ১ মার্চ থেকে সৌদি আরবসহ আরব বিশ্বের অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়েছিল। ২৯তম দিনে চাঁদ দেখা না গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রোজা পূর্ণ হবে। ৩১ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। তবে ২৯ মার্চ চাঁদ দেখা গেলে রোববার খুশির ঈদ উদযাপিত হবে।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হয়। রমজান ও ঈদের সমাপ্তির পর শুরু হয় ঈদুল আজহার অপেক্ষা। কিন্তু এখন সবার মনে একটাই আশা, আকাশে উঠুক শাওয়ালের চাঁদ, আসুক খুশির ঈদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *