এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গোলের সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করা যায়নি। তবে ম্যাচশেষে সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে কিছুটা নির্ভার মনে হলো। শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে সকালে দল শিলং ছাড়ছে।
কাবরেরার কণ্ঠে কিছুটা আক্ষেপ, ‘প্রথমার্ধে আমরা গোলের সুযোগ মিস করেছি। না হলে আমরা ম্যাচটি জিততে পারতাম।’
ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ। অন্য দিকে গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। চার দলের সমান এক পয়েন্ট। তাই এশিয়া কাপে খেলার ইচ্ছে প্রকাশ করলেন কোচ, ‘ভারত এই গ্রুপে শীর্ষ বাছাই দল। সেই দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট নেওয়াটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। আমরা এশিয়ান কাপে খেলতে চাই।’
এশিয়ান কাপে খেলতে হলে বাংলাদেশকে গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। প্রতিটি দল একে অন্যের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবে। ছয় ম্যাচে সর্বোচ্চ পয়েন্টধারী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০২৭ সালে সৌদি আরবে এশিয়ান কাপ খেলতে পারবে। বাংলাদেশ একমাত্র এশিয়ান কাপ খেলেছিল ১৯৮০ সালে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শিলংয়ে আজকের ম্যাচ দেখেছেন। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমরা সৌদি আরবে এশিয়ান কাপ খেলতে চাই। ভারতের বিপক্ষে এক পয়েন্ট আমাদের সেই যাত্রার অংশ। হামজাসহ গোটা দলই ভালো খেলেছে।’
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী নিজের অভিষেক ম্যাচে জাত চিনিয়েছেন। প্রতিপক্ষের আক্রমণ যেমন নষ্ট করেছেন, আবার নিজের দলের আক্রমণের ভিত গড়েছেন। হামজাকে নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘সে বড় মাপের খেলোয়াড় ও মানুষ। আজ প্রথম ম্যাচেই সে নিজেকে উজার করে দিয়েছে।’
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সমস্যা গোল স্কোরিংয়ে। ঘরোয়া লিগে দারুণ সব গোল করেও এই ম্যাচে আল আমিনকে না খেলানোর ব্যাখ্যা দিতে হলো কাবরেরাকে, ‘আল আমিন প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়। আজ কম্বিনেশনের সঙ্গে সে সামঞ্জস্যপূর্ণ ছিল না।’
এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে।