Home » মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন ট্যামি ব্রুস

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন ট্যামি ব্রুস

অনলাইন ডেস্ক: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন এক সাংবাদিক।

বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান এবং সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন তিনি। এসব প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যেসকল প্রশ্নের মুখোমুখি হই, আমি মনে করি তা হচ্ছে- অন্যান্য দেশগুলো কীভাবে পরিচালনা করি, তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশ্যা কী।

এক্ষেত্রে আমরা যদি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করি তাহলে সমাধান হচ্ছে কূটনৈতিক পরিস্থিতি। সৌভাগ্যবশত আমাদের প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও বলেন, তারা বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সঙ্গে মুখোমুখি কথোপকথন করেন। আমাদের শক্তি এবং প্রেসিডেন্ট সম্পর্কে আমরা আশাবাদী।

যিনি এ বিষয়গুলোকে গুরুত্বসহকারে নেয়ার ক্ষেত্রে অধিক পরিচিত। আমরা বাংলাদেশসহ অন্যান্য দেশের ক্ষেত্রেও এ বিষয়গুলো আশা করি। উল্লেখ করতে হলে, মানবাধিকারের নিয়ম মেনে চলা, তাদের আচরণ এবং নাগরিকরা সরকারের কাছে যা প্রত্যাশা করে সে বিষয়ে তাদের সচেতন ও ন্যায্য হতে হবে। এটাই যেকোনো জাতির জন্য সুস্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেন ট্যামি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *