প্রথম লেগের ম্যাচে নেদারল্যান্ডসের রটারডামে ২-২ গোলে ড্র করে এসেছিলো স্পেন। ঘরের মাঠে ভালো কিছুর প্রত্যাশায় মাঠে নেমেছিলো লামিনে ইয়ামালরা। কিন্তু এখানেও সেই সমতা। দুই দল মিলে ৬টি গোল দিলো। কিন্তু কেউ জিততে পারলো না। শেষ পর্যন্ত ১২০ মিনিটের খেলা শেষ ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে সাডেন ডেথে গিয়ে ডাচদের ৫-৪ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগ সেমিফাইনাল নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন স্পেন। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের ফ্রান্সের।
স্পেনের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারজাবাল, অন্য গোলটি করেন লামিনে ইয়ামাল। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন মেমফিস ডিপাই, পেনইয়ান মাতসেন ও জাভি সিমোন্স।

প্রতিনিধি