Home » টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ রবিবার সকাল সাতটায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই অবরোধ করেন তারা।

পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৮টা ৩০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা বর্তমানে কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে।

শ্রমিকরা জানান, ২০ মার্চ তারিখে তাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি।

এর আগে রবিবার সকালে কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। এ সময় তারা আন্দোলন শুরু করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, গতকাল প্রতিষ্ঠানটি এক হাজার ৫০০ জন শ্রমিকদের মধ্যে এক হাজার ২৫০ জন শ্রমিকের বেতন দেয়। এরপর কর্তৃপক্ষ কাজ ছাড়া কোনো বেতন দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে কারখানা বন্ধ করে দেন।

এ কারণে রবিবার সকাল ৭টা থেকে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন।পরে পুলিশ সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে সকাল সাড়ে ৮টায় যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে কারখানার মানবসম্পদ ও প্রশাসন মহাব্যবস্থাপক স্বাক্ষরিত কারখানা বন্ধের নোটিশে জানা যায়, শনিবার সকাল ৭টার সময় বিএইচআইএস লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে নিয়ম বহির্ভূতভাবে কাজ বন্ধ করে দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শ্রমিকদেরকে কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কারখানার কর্মীরা কাজে যোগদান না করে প্রতিষ্ঠানদের কর্তৃপক্ষদের মারার জন্য প্রস্তুতি নিয়ে কারখানা থেকে বের হয়ে যায়।

এ রকম পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ মনে করছে উচ্ছৃঙ্খল কর্মীগণ কারখানাতে যে কোনো ধরনের নাশকতা চালাতে পারে এই আশঙ্কায় ২৩ মার্চ থেকে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *