বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর কেটে গেছে, কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। তার ঠিক সাত দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার আপ্তসহায়ক দিশা সালিয়ানের। দুই মৃত্যু নিয়েই এখনো রহস্য রয়ে গেছে। মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে নতুন করে তদন্ত চেয়ে মুম্বাই হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা। সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন।
নীরজের দাবি, নতুন করে সুশান্ত ও দিশার মৃত্যুর তদন্ত হোক। সংবাদমাধ্যমের কাছে সুশান্তের ভাই বলেছেন, ঠাকরে সরকার চেয়েছিল ঘটনা গোপন করতে। তাদের উদ্দেশ্যই ছিল তদন্ত বন্ধ করিয়ে দেওয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ১২ তলা থেকে একটা মানুষ পড়ে গেলে তার মৃতদেহের পাশে রক্ত থাকবে। কিন্তু দিশার দেহের পাশের রক্তের ছিঁটেফোটা ছিল না। এর অর্থ আগেই ওকে খুন করা হয়েছিল।
সরকার পরিবর্তন হয়েছে। তাই নতুন করে তদন্তের দাবি করেছেন তারা। নীরজ বলেছেন, অনেক দিন ধরেই আমরা নতুন করে তদন্তের দাবি করে চলেছি। এবার সরকার বদলেছে। তাই এই তদন্ত নতুন করে শুরু করে সত্য আমাদের সামনে নিয়ে আসার আর্জি রাখছি। দিশা সালিয়ানের বাবাও এবার মুখ খুলেছেন। ওকে চাপ দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল।
দিশার বাবা সতীশ সালিয়ানের অভিযোগের তীর আদিত্য ঠাকরের দিকে। তিনি এমনকি একতা কাপুর, দিনো মারিয়া ও আদিত্য পাঞ্চোলির ফোন রেকর্ডও খতিয়ে দেখার দাবি তুলেছেন।

প্রতিনিধি