বিএনপিতে পদ পেয়েই ৩ খাসি দিয়ে ভুড়িভোজের আয়োজন করেছেন এনামুল হক নামের এক আওয়ামী লীগের সক্রীয় কর্মী। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে রাস্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এনামুল হাসান হঠাৎ করেই বিএনপির সদস্যপদ পাওয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।
এই পদ পাওয়ার আনন্দে তিনি তিনটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছেন, যা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
তবে গত ১৪ মার্চ বিএনপির ইউনিয়ন কমিটিতে সদস্য পদ পাওয়ার পর রাজনৈতিক পালাবদলের খবর প্রকাশ্যে আসে।
বিএনপির একাধিক নেতার অভিযোগ, এনামুল হাসান রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এভাবে দলে ঢুকেছেন। বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার ভোজে উপস্থিত না থাকায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।
এদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ জানিয়েছেন, ‘স্থানীয় নেতারা সুপারিশ করায় এনামুল হাসান পদ পেয়েছেন। তবে তার রাজনৈতিক অতীত এবং অন্যান্য অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ’
এনামুল হাসানের বিএনপিতে অন্তর্ভুক্তি এবং তার আলোচিত ভোজ নিয়ে এখন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।