ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবি সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও সংগঠন।
শুক্রবার বাদ জুমা মহানগরীর বন্দরবাজার এলাকায় জুম্মার নামাজের পরপরই বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিসের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। নেতারা জুমার নামাজ শেষে সালাম ফিরিয়ে কালেক্টর মসজিদের সামনে জড়ো হয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দেন। পরে তারা একটি মিছিল নিয়ে বন্দরবাজার থেকে জিন্দবাজার পয়েন্ট পর্যন্ত মিছিল।
একই সময় মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মুসলিম ঐক্য পরিষদসহ আও বিভিন্ন দল ও সংগঠন।