সিলেটের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মুহুর্তেই ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুকে। জানা যায়, সোবহানীঘাট পয়েন্টে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে নব নির্মিত ভবনের সাথে রাস্তার উপর দিয়ে বাইপাস লেন করে সংযোগ দেয়া হয়েছে।
সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। প্রত্যক্ষদর্শী কয়েকজন এর ছবি তোলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।