সুনামগঞ্জে তল্লাশি চালানোর সময় টহল পুলিশকে ট্রাকে তুলে পালানোর সময় দুই ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে শান্তিগঞ্জের শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আনুমানিক রাত ১টায় সড়কে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে টহলরত পুলিশ। সন্দেহ হলে তল্লাশি চালাতে ট্রাকে উঠেন এক পুলিশ সদস্য। তৎক্ষণাৎ গাড়ি চালু করে ছুটতে শুরু করে চালক। তখন অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করতে থাকেন।
একপর্যায়ে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার সম্মুখীন হয়। এসময় স্থানীয়দের গণধোলাইয়ে আহত হয় ট্রাক চালক ও তার সহযোগী। পরে তাদের কাছ থেকে রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযুক্ত দু’জন ডাকাতির সাথে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, পুলিশ নিয়ে পালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, তুলে নিয়ে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি