Home » দেশের ফুটবল সমর্থকরা পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ

দেশের ফুটবল সমর্থকরা পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ

একদিনের ব্যবধানেই যেন দেশের ফুটবলের নজরটা সরে গেল পুরোপুরি। গতকাল যেখানে সবকিছুর নিউক্লিয়াস হয়ে ছিলেন হামজা চৌধুরী, আজ সেখানে চলে এলেন ফাহমিদুল ইসলাম। ইতালির ৪র্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওতে খেলা এই তরুণ ফুটবলারকে ডাকা হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের সৌদি ক্যাম্পে। সেখানেই হাসিখুশি অবস্থায় তাকে দেখা গিয়েছিল বেশ কয়েকবার।

তবে ফাহমিদুলকে নিয়ে বিস্ময়ের শুরু সকাল থেকে। সৌদিতে ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরে আসা খেলোয়াড়দের মাঝে ছিলেন না ইতালি থেকে উড়ে আসা এই তরুণ। জানা যায়, তায়েফ থেকেই সরাসরি ইতালি ফিরে গিয়েছেন ১৮ বছরের ফাহমিদুল। এত দিন ফাহমিদুলের স্তুতি গেয়ে এক সপ্তাহ অনুশীলন করিয়ে এখনই তাকে জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে হয়নি ক্যাবরেরার।

এদিকে ফাহমিদুলের এমন বাদ পড়ায় বেশ হতাশ হয়েছেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক এবং একসময়ের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। নিজের ফেসবুক স্ট্যাটাসে হতাশা লুকাতে পারেননি সাবেক এই গোলরক্ষক।

বিপ্লব তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ এ হ্যাটট্রিক করা খেলোয়াড়… যার মাঝে অনেক সম্ভবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।’

ফাহমিদুল ইসলাম কেন স্কোয়াডে নেই সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’

এদিকে ফাহমিদুলকে এভাবে বাদ দেয়ায় ভবিষ্যতে তার আগ্রহ থাকবে কি না সেটা নিয়েও সংশয় প্রকাশ বিপ্লব ভট্টাচার্য, ‘এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে ভবিষ্যতে তার লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়।’

বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। এছাড়া দলে আছে ইনজুরির সমস্যা। ২৩ জনের স্কোয়াড করাই এখন ক্যাবরেরার জন্য বেশ বড় চ্যালেঞ্জ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *