Home » ‘অকারণ’ নিয়ে ঈদে আসছেন ন্যান্সি কন্যা রোদেলা

‘অকারণ’ নিয়ে ঈদে আসছেন ন্যান্সি কন্যা রোদেলা

মা নাজমুন মুনিরা ন্যান্সির পথ ধরেই গানের জগতে পথচলা শুরু মার্জিয়া বুশরা রোদেলার। অল্প বয়সে গানের জগতে প্রবেশ করেই তাক লাগান তিনি। কিশোরী রোদেলার জন্য এরই মধ্যে গান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এহসান রাহী, সেতু চৌধুরীরা। সেসব গানে প্রশংসায় ভেসেছেন রোদেলা। আসন্ন ঈদে একেবারে অন্যরকম একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনাম ‘অকারণ’। এটি রোদেলার ৬ নম্বর মৌলিক গান।

‘অযথা ভাবনায়, এ কেমন আসা যাওয়া/অকারণ অবেলায়, তারই মাঝে ডুবে যাওয়া/ভুল করি আবার উড়ি, মন থাকে উচাটন/অনুভূতির কিযে বাড়াবাড়ি/সে মানে না বারণ’—এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।

কথার সঙ্গে মিল রেখে এরই মধ্যে গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে। চন্দন রয় চৌধুরীর নির্দেশনায় এতে অভিনয় করেছেন রোদেলাই। ঈদ উপলক্ষে ১৯ মার্চ গানটি প্রকাশ পাবে রোদেলার ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, এটি একেবারেই অন্যরকম একটি গান। এর কথায় প্রথম প্রেমের অনুভূতি ফুটে উঠেছে। সুরে ও গায়কিতেও ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। গানটির সুন্দর একটি ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, গানটির পরিকল্পনা বেশ আগে থেকেই হচ্ছে। রোদেলাকে ভেবেই গানটি লেখা। তার বয়স ও সে সময়টার প্রেমের অনুভূতি-আকুলতা প্রকাশ হয়েছে গানটির কথায়। আমার মনে হয়, গানটি সবার ভালো লাগবে।

গানটির সুরকার ও সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, রোদেলার কথা চিন্তা করেই গানটি করা। লিরিক হাতে পাওয়ার পর বেশি সময় লাগেনি কাজটি করতে। রোদেলা অসাধারণ গেয়েছে। সবার গানটি ভালো লাগবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *