Home » ১২ লাখ লোকের কর্মসংস্থান হবে ২০৩০ সালের মধ্যে

১২ লাখ লোকের কর্মসংস্থান হবে ২০৩০ সালের মধ্যে

বাংলাদেশ ইকনমিক জোন ও হাইটেক পার্কে ২০৩০ সালের মধ্যে ১২ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইকনমিক জোন অথরিটির (বেজা) সদস্য মোহাম্মদ আইয়ুব। তিনি বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে সারাদেশে ১০০টি ইপিজেড নির্মাণ করবো। এই সময়ের মধ্যে শুধুমাত্র ইপিজেডগুলো থেকেই ৪০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারবো।’এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা উন্নয়নের জন্য চীনের মডেল অনুসরণ করছি। তাদের সহায়তায় উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধক ইপিজেড নির্মাণ করা হচ্ছে। গতকাল বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় অর্থনৈতিক জোন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারটির আয়োজন করে  চীনা দূতাবাস।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম বলেন, কালিয়াকৈরে চীনের সহায়তায় একটি ডাটা সেন্টার তৈরি করা হচ্ছে। চীন সরকার হাইটেক পার্কে চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। তারাও হাইটেক পার্কে বিনিয়োগের জন্য উৎসাহ দেখাচ্ছেন। অনুষ্ঠানে বিডা সদস্য, নিবাস চন্দ্র ম-ল বলেন, চলতি বছর বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ১৯৯০ সালে বাংলাদেশে  বৈদেশিক বিনিয়োগ ছিল ৩ দশমিক ২ মিলিয়ন ডলারের। এখন বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ২ দশমিক ১৫ বিলিয়ন ডলারের।’

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। পরে চীনের প্রেসিডেন্টও বাংলাদেশ সফর করেছেন। তিনি আমাদের দেশে বিনিয়োগের জন্য বেশকিছু সমঝোতা চুক্তি সম্পাদন করেছেন। এরমধ্যে প্রায় ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ বাংলাদেশে প্রবেশ করেছে। আরো প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপ লাইনে রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *