সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম বলেন, কালিয়াকৈরে চীনের সহায়তায় একটি ডাটা সেন্টার তৈরি করা হচ্ছে। চীন সরকার হাইটেক পার্কে চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। তারাও হাইটেক পার্কে বিনিয়োগের জন্য উৎসাহ দেখাচ্ছেন। অনুষ্ঠানে বিডা সদস্য, নিবাস চন্দ্র ম-ল বলেন, চলতি বছর বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ১৯৯০ সালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ছিল ৩ দশমিক ২ মিলিয়ন ডলারের। এখন বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ২ দশমিক ১৫ বিলিয়ন ডলারের।’
অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। পরে চীনের প্রেসিডেন্টও বাংলাদেশ সফর করেছেন। তিনি আমাদের দেশে বিনিয়োগের জন্য বেশকিছু সমঝোতা চুক্তি সম্পাদন করেছেন। এরমধ্যে প্রায় ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ বাংলাদেশে প্রবেশ করেছে। আরো প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপ লাইনে রয়েছে।