Home » ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম কমেছে অনেক পণ্যের

ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম কমেছে অনেক পণ্যের

রমজানের দ্বিতীয় সপ্তাহে বাজারে ভোজ্যতেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক। মুরগিসহ কমেছে অনেক পণ্যের দাম, তবে সবজির দাম কিছুটা চড়া। আজ শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, আগের চেয়ে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। ৫ লিটারের বোতলজাত সয়াবিন মিলছে ৮৫২ টাকায়। আর পাম ওয়েল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

ছোলা, মশুর ডালের দাম স্থিতিশীল আছে। ছোলা ১০৫ টাকা আর মশুর ডাল মিলছে কেজিতে ১১০ টাকায়। চিড়া, মুড়ি ও গুড়ের দাম স্বাভাবিক রয়েছে।

লেবু হালিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কমেছে শসা, বেগুন, ব্রয়লার ও সোনালি মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮৫ টাকায়। সোনালি বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে।

বাজারে প্রতি কেজি লাচ্ছা সেমাই ১৮০ থেকে ২০০ টাকায় দরে বিক্রি হচ্ছে। কিছু কিছু চালের দাম কেজিপ্রতি দুই থেকে চার টাকা বেড়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *