Home » সিলেটে প্রাইভেট কার ডাকাতি করতে গিয়ে ২ ডাকাত আটক

সিলেটে প্রাইভেট কার ডাকাতি করতে গিয়ে ২ ডাকাত আটক

সিলেটে প্রাইভেট কার ডাকাতি করতে গিয়ে ২ ডাকাতকে আটক করা হয়েছে। চালকের বুদ্ধিমত্তার কারনে ডাকাতদের আটক করা হয়। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ মার্চ) রাত অনুমান সাড়ে ১২টার দিকে দক্ষিন সুরমা থানাধীন বাইপাস হক মার্কেটের সামনে।

স্হানীয় সুত্রে জানা যায়, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর অন্তর্ভুক্ত সিলেট নগরীর উত্তর চৌহাট্রার কমিটির সদস্য ড্রাইভার সেলিমের কার নং ( ঢাকা মেট্রো- গ ২১-৪৮৯৫) ভাড়া করে দুইজন ডাকাত।

গাড়ি ভাড়া করার সময় বলে গোলাপগঞ্জের বাঘা যাবে। গাড়ি নিয়ে দক্ষিন সুরমা থানাধীন বাইপাস হক মার্কেটের পৌছার পর গাড়িটি ডাকাতি করার জন্য ড্রাইভার সেলিমের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

এ সময় ড্রাইভার সেলিমকে ডাকাতরা চুরিকাঘাত করলে সেলিমের গায়ে না লেগে অন্য ডাকাতের শরীরে লেগে আহত হয়।

অপরদিকে ড্রাইভার সেলিম বুদ্ধি করে গাড়িটিকে রাস্তার পাশে থাকা গাছে স্বজোরে ধাক্কা লাগিয়ে ডাকাতদের আহত করেন তিনি নিজেও আহত হন। ডাকাতরা আহত হয়ে গাড়ির ভিতরেই পড়ে থাকে।

তৎক্ষনাৎ সেলিমের চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং ডাকাতদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঘটনাস্হলে পৌছে আহত অবস্হায় দুই ডাকাত ও ড্রাইভার সেলিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুই ডাকাত ও কার ড্রাইভার সেলিম চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন। অপরদিকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *