অনলাইন ডেস্ক: ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হবে। যেখানে ১৯৩০ সালে প্রথমবারের মতো মাঠে বিশ্বকাপ গড়িয়েছিল। এবার শতবর্ষ উপলক্ষে বিশ্বকাপ বিশেষভাবে উদযাপন করতে চাইছে ফিফা। প্রস্তাব দেওয়া হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলবে ওই প্রতিযোগিতায়।
অবশ্য এই সিদ্ধান্ত এখনও পাকাপাকিভাবে নেওয়া হয়নি। ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ সালের বিশ্বকাপে। ১০০ বছরের উদযাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হয়। ২০২৬ সালে সেই বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। ফিফার এক কর্তা বলেন, ‘বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিনিধি