Home » কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ বিলম্বিত করলেন ট্রাম্প

কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ বিলম্বিত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য পিছিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৬ মার্চ) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা এপির।

তবে উত্তর আমেরিকান বাণিজ্যিক চুক্তির আওতায় যেসকল পণ্য পড়বে, শুধুমাত্র সেগুলোর ওপরই কার্যকর হবে এ সিদ্ধান্ত। আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে এই শুল্কছাড়। কিন্তু আমদানিকৃত অন্যান্য পণ্যের ওপর দিতে হবে ২৫ শতাংশ শুল্ক।

এর আগে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে চীনের ওপর দু’দফায় আরোপিত ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে। অন্যদিকে, মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কার্যকরই থাকবে বলে জানিয়েছে কানাডা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *