Home » ব্রাজিল দলে নেইমার ১৭ মাস পর

ব্রাজিল দলে নেইমার ১৭ মাস পর

কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য নেইমারকে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর চোটে পড়ার পর সেলেসাওদের হয়ে আর খেলতে দেখা যায়নি ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে চোটে পড়ায় লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। খেলতে পেরেছেন মাত্র সাত ম্যাচ। শেষ পর্যন্ত দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করে গত জানুয়ারিতে আবারও সান্তোসে নাম লেখান নেইমার।

ব্রাজিলিয়ান সুপারস্টার শৈশবের ক্লাবটিতে ফিরেই দেখাতে শুরু করেন পুরোনো ঝলক। ব্রাজিলিয়ান শীর্ষ লিগে এরইমধ্যে সাত ম্যাচে তিনি গোল ও তিন অ্যাসিস্ট করেছেন তিনি।পেলের (৭৭) রেকর্ড ভেঙে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার। আরেকটি রেকর্ডেরও হাতছানি তার সামনে। সেলেসাওদের হয়ে বার্সেলোনার সাবেক তারকা খেলেছেন ১২৮ ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু কাফু (১৪২)। কাফুর এই রেকর্ড ভাঙতে অবশ্য আরও অনেক পথ পাড়ি দিতে হবে নেইমারকে।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তালিকায় ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবেন দোরিভাল জুনিয়রের দল। পাঁচদিন পর খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

এই দুই ম্যাচের জন্য শক্ত দল দিয়েছে ব্রাজিল। দোরিভালের দলে আছে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।

রক্ষণভাগ: ভেন্ডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরিৎজ, দানিলো (ফ্লেমেঙ্গো), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল), মারকুইনহোস (পিএসজি), মুরিলো (নটিংহাম ফরেস্ট), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো)।

মিডফিল্ডার: আন্দ্রে (উলভস), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গার্সন (ফ্লেমেঙ্গো), জোয়েলিংটন (নিউক্যাসল), নেইমার (সান্তোস)।

ফরোয়ার্ড:এস্তেভাও (পালমেইরাস), হোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনহা (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (ম্যানচেস্টার সিটি), ম্যাথুস কুনহা (উলভস)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *