Home » দাশপাড়ায় দফায় দফায় সংঘর্ষ : আহত কয়েকজন

দাশপাড়ায় দফায় দফায় সংঘর্ষ : আহত কয়েকজন

শাহপরান থানাধীন দাশপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। বুধবার (৫ মার্চ) ইফতারে আগ থেকে রাত সোয়া আটটা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে আশপাশ গ্রামের কয়েকশ মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ২ টি মোটসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ভাংচুর করা হয় কয়েকটি দোকানপাট।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্হলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুর্হুতে দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হালুপাড়ার এই দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ঘে জড়িয়ে পড়েন।

তবে স্হানীয় সুত্র থেকে জানা যায়, ভারতীয় চিনির লাইন নিয়ে সংঘর্ষ বাধে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটা গ্রামের মানুষ এই সংর্ঘষে জড়িয়ে পড়েছে।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। সংর্ঘষের কারণসহ বিস্তারিত এখনই জানা যায়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *