সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার দিবাগত (৫ মার্চ) রাত ২টার দিকে তাদের আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন তিনজন মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করেন। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
রাত ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটক তিনজনকে একটি দোকানের ভেতরে আটকে রাখা হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।সম্প্রতি গোলাপগঞ্জে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ রাতের বেলায় সড়কে বেরিয়ে পাহারা দিতে শুরু করেন। এছাড়া, বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। আজ রাতে নিমাদল, ফুলবাড়ি, ঘোগারকুল, রণকেলী গ্রামে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জন সাধারণকে সতর্ক করা হয়।