নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সরিয়ে একটি কমিশন গঠন করে তা এর অধীনে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এ পদক্ষেপ নিচ্ছে।
জানা গেছে, নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিষ্ট্রেশন নামে আলাদা কমিশন।
‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ’, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে।
গতকাল সোমবার উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া’ পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে।
এদিকে এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট জানা নেই কমিশনের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ এ কথা জানিয়েছেন।
তিনি জানান, এনআইডির কাঠামোগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কীভাবে বাড়ানো যায় তা নিয়ে কেবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই কেবিনেট ডিভিশনে এ নিয়ে আলোচনা চলছে। এর বাইরে নির্বাচন কমিশনের কিছু জানা নেই।