ডেস্ক নিউজ: এমবাপে ও আন্তোয়ান গ্রিয়েজমানকে নিয়ে সাজানো ফ্রান্সের আক্রমণভাগ যে কোনও প্রতিপক্ষের জন্য ‘ভয়ঙ্কর’। তাদের নিয়ে সতর্ক থাকা তাই স্বাভাবিক উরুগুয়ের জন্য। মিডফিল্ডার লুকাস তোরেইরা জানালেন, ফ্রান্সের তীক্ষ্ণ এই আক্রমভাগকে মোকাবিলায় প্রস্তুত দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে ৪-৩ গোলে শেষ ষোলোর ম্যাচ জয়ে দারুণ আত্মবিশ্বাসী ফ্রান্স। এমবাপে করেছেন জোড়া গোল, গ্রিয়েজমান করেন প্রথম গোল। দুজনে মিলে এই বিশ্বকাপে করেছেন ৫ গোল। উরুগুয়ের নিশ্ছিদ্র রক্ষণভাগে ভাঙন ধরাতে তারাই ভরসা। তবে চার ম্যাচে মাত্র এক গোল খাওয়া উরুগুয়ে প্রস্তুত তাদের আটকে দিতে। এমবাপের জন্য রক্ষণভাগে ডিয়েগো গোদিন ও হোসে মারিয়া হিমেনেস ‘নতুন’ হলেও গ্রিয়েজমানের ক্লাব সতীর্থ তারা। অ্যাতলেতিকো মাদ্রিদে খেলার সুবাদে একে অপরের পরিচিত। এখন তারা শত্রু শিবিরে। শুক্রবার নোভগোরদে এই ‘চেনা-অচেনা’ আক্রমণভাগকে মোকাবিলায় প্রস্তুত উরুগুয়ে, জানালেন তোরেইরা, ‘ফ্রান্সের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় আছে, বিশেষ করে তাদের ফরোয়ার্ডরা; তারা খুব দ্রুত। আমাদের বুদ্ধিমান হতে হবে। তাদের খেলা নিষ্প্রভ করে দিতে জায়গা দখলে রাখতে হবে আমাদের।’