Home » নেতাকর্মীদের সাদাসিধা ইফতার মাহফিলের নির্দেশনা সিলেট বিএনপি’র

নেতাকর্মীদের সাদাসিধা ইফতার মাহফিলের নির্দেশনা সিলেট বিএনপি’র

পবিত্র রমজান মাস উপলক্ষে নেতাকর্মীদের জন্য নির্দেশনা দিয়েছে সিলেট জেলা বিএনপি। জেলার আওতাধীন উপজেলা ও পৌর শহরের বিএনপির সকল নেতাকর্মীদের সাদাসিধাভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য নানা নির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী রমজান মাস উপলক্ষে দলের পক্ষ থেকে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ অনুযায়ী, বাহুল্য পরিহার করে সাদাসিধাভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করার নির্দেশনা প্রদান করেছেন।

নির্দেশনাগুলো হলো-

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মসজিদ বা বাজার সংলগ্ন খোলা স্থানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।
ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে, বাড়তি কিছু সংযোজন করা যাবে না।
আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ইফতার মাহফিলের সময়সূচি, ছবি ও সংবাদ জেলা বিএনপির দফতরে প্রেরণ করা বাধ্যতামূলক।
জেলা বিএনপির প্রতিনিধি এসব মাহফিলে উপস্থিত থাকবেন, এবং দলীয় শৃঙ্খলা মেনে সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে হবে।
যেকোনো অনিয়ম, অবহেলা বা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *