Home » সিলেটের শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

সিলেটের শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছ। আগামী ৯ মার্চ এ ফল প্রকাশ করা হবে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।বিশ্ববিদ্যালয়ের এক বার্তায় জানানো হয়, শাবিপ্রবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল আগামী ৯ মার্চ তারিখে এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ পরীক্ষার্থী। গত শুক্রবারের ভর্তি পরীক্ষায় সকালে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকেলে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।ভর্তি কমিটির তথ্যমতে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন কছেন। এর মধ্যে এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৭ হাজার ২৭৩টি; এ-২ ইউনিটের (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ১ হাজার ২৫০টি।

‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ৫৮১টি আসনের বিপরীতে আবেদন পড়ে ২৯ হাজার ১০৭ জন শিক্ষার্থীর। এ ছাড়া অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্তা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা-শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি আসন সংরক্ষিত রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *