Home » রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে, দাবি ভোক্তার ডিজির

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে, দাবি ভোক্তার ডিজির

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান। তিনি জানান, রমজানে কিছু পণ্যের দাম যৌক্তিকভাবেই বাড়ে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানের প্রথম দিন এই অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের মহাপরিচালক। অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

অভিযানের সময় সয়াবিন তেলের সংকটের কথা জানান বিক্রেতারা। তাঁরা বলেন, কোম্পনি তেল সরবরাহ করছে না। এনিয়ে সাংবাদিকদের আলীম আখতার বলেন, ‘২৬ ফেব্রুয়ারির মধ্যে তেল কোম্পানিগুলো তেল সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিলেও সেই কথা রাখেনি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ তদন্ত কমিটি গঠন করবে ভোক্তা অধিদপ্তর। তবে এর প্রতিবেদন পেতে অন্তত ১৫ দিন সময় লাগবে।’

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে তা মানতে নারাজ ভোক্তার ডিজি। তিনি দাবি করেন, দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। রমজানে যৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ে।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, কিছু কিছু ভোক্তা প্রয়োজনের বেশি কেনাকাটা করেন। যার ফলেও বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়।

অভিযানে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *