Home » সৌদিতে রোজা শুরু কবে, জানা যাবে আজ

সৌদিতে রোজা শুরু কবে, জানা যাবে আজ

সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে কবে, তা জানা যাবে আজ শুক্রবার। দায়িত্বশীল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এদিন বৈঠকে বসবে। চাঁদ দেখা সাপেক্ষে নেওয়া হবে সিদ্ধান্ত। একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, আজ চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। আর আজ চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে আগামী রোববার।

সৌদির মুসলিমরা পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আজই প্রস্তুতি নিয়েছেন। চাঁদ দেখা কমিটিও বসছে সন্ধ্যায়। মুসলিমদের দূরবীন বা অন্য কোনও মাধ্যমে নিজেদেরও চাঁদ দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। প্রতিবেদন বলছে, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে, রাতে তারাবির নামাজ শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামাজের পরে রমজানের চাঁদ না দেখা যায়, তাহলে সৌদিতে রোববার থেকে পবিত্র মাস শুরু হবে।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *